সাতক্ষীরা: সাতক্ষীরায় সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের একটি বাড়ি থেকে জাহানারা বেগম (৪৮) ও মোছা. সুকতারা (৩৬) নামে জামায়াতের দুই নারী রোকনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা গ্রামের আব্দুর রহমানের বাড়িতে গোপন বৈঠক চলাকালে তাদের আটক করা হয়।
আটক জাহানারা বেগম ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের সভানেত্রী ও জেলা জামায়াতের দায়িত্বশীল নেতা মাওলানা আব্দুল বারীর স্ত্রী এবং মোছা. সুকতারা একই ইউনিয়নের ওয়ারিয়া গ্রামের গোলাম মোস্তাফার স্ত্রী।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫