ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-শিবিরের ১৬ নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সকাল থেকে অভিযান শুরু করে শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
ডিএমপি সূত্র জানায়, আটককৃতদের মধ্যে বিএনপির ১২ জন ও শিবিরের ৪ জন নেতাকর্মী রয়েছেন।
সোহরাওয়ার্দী উদ্যানে গণতন্ত্র হত্যা দিবস পালন করতে না, নিরপেক্ষ নির্বাচন ও দেশব্যাপী জোট নেতাকর্মীদের আটক করার প্রতিবাদে ৫ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি। অবরোধের পাশাপাশি হরতালও পালিত হচ্ছে। হরতাল-অবরোধে দেশব্যাপী বাস-ট্রাকে পেট্রোল বোমা মের পুড়িয়ে মারা হচ্ছে বহু মানুষ।
পুলিশ এ নাশকতা থামাতে দেশব্যাপী অভিযান পরিচালনা করেছে।
বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫