ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

পুলিশের সঙ্গে সংঘর্ষে রাবি ছাত্রশিবির নেতা নিহত

স্টাফ ও রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
পুলিশের সঙ্গে সংঘর্ষে রাবি ছাত্রশিবির নেতা নিহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: পুলিশের সঙ্গে সংঘর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মাদ শাহাবুদ্দীন নিহত হয়েছেন।

এ ঘটনায় শিবিরের আরো দুই নেতা গুলিবিদ্ধ ও এক পুলিশ সদস্য আহত হয়েছেন।



বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিনগত ১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শিবির নেতা শাহাবুদ্দীন বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স বিভাগের শিক্ষার্থী।

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার দিনগত ১টার দিকে রাজশাহী মহানগর পুলিশের একটি টইল দল কাটাখালি শমসাদীপুর এলাকায় টইল দিচ্ছিল। এসময় আগে থেকে ওৎ পেতে থাকা শিবির ক্যাডাররা অতর্কিত পুলিশের ওপর ককটেল হামলা চালায়। আত্মরক্ষার্থে পুলিশও শটগানের গুলি ছোড়ে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও শিবিরের তিন নেতা গুলিবিদ্ধ হয়।

পুলিশ আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেকে) ভর্তি করলে সেখানে দায়িত্বরত চিকিৎসক শিবির নেতা শাহাবুদ্দীনকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আহত অপর দুই শিবির নেতা বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হল শাখা শিবিরের সভাপতি হাবিবুর রহমান ও শের-ই-বাংলা হল শিবির নেতা মফিজুল ইসলাম রামেকে চিকিৎসাধীন।

ওসি আরো জানান, সংঘর্ষে মাহবুবুর রহমান নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। তাকেও রামেকে ভর্তি করা হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে হতাহত শিবির নেতাদের পরিবারের পক্ষ থেকে রফিকুল্লাহ নামে এক ব্যক্তির স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, পুলিশ ওই তিন শিবির নেতাকে বৃহস্পতিবার রাত ৮টায় কাটাখালী এলাকা থেকে আটক করে নিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫

** কর্মী নিহত হওয়ার ঘটনায় শিবিরের নিন্দা-প্রতিবাদ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।