ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

নোয়াখালীতে বিএনপি-শিবিরের ৭ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
নোয়াখালীতে বিএনপি-শিবিরের ৭ নেতাকর্মী আটক ছবি: প্রতীকী

নোয়াখালী: ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ ও হরতালকে কেন্দ্র করে সহিংসতা প্রতিরোধে ও নাশকতা এড়াতে নোয়াখালীতে অভিযান চালিয়ে বিএনপি-শিবিরের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় এ অভিযান চালানো হয়।



আটক নেতাকর্মীদের মধ্যে বিএনপির চারজন ও শিবিরের তিন নেতাকর্মী রয়েছে বলে জানা গেছে। তবে তাদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ আটকের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, তাদের দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।