সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ চলাকালে সদর উপজেলার বহুলী ইউনিয়নের বাগ ডুমুর ব্রিজ এলাকায় ছয়টি সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুর করেছে অবরোধকারীরা।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে এ ভাঙচুরের ঘটনা ঘটে।
এদিকে, নাশকতার অভিযোগে পুলিশ সিরাজগঞ্জ থেকে বিএনপি জামায়াতের চার কর্মীকে আটক করেছে।
অবরোধের কারণে শহর থেকে দূরপাল্লার যানবাহন ছেড়ে যায়নি। বাস কাউন্টার গুলো বন্ধ রয়েছে। শহরের আঞ্চলিক সড়ক গুলোতে অটোরিকশা চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে, অবরোধের মধ্যেই চলছে এসএসসি পরীক্ষা। এসএসসি পরীক্ষার কেন্দ্র ও আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোথাও কোনো অপ্রিতিকর খবর পাওয়া যায়নি। জেলায় পুলিশ, র্যাব, ও বিজিবির টহল অব্যাহত রয়েছে।
সিরাজগঞ্জ পুলিশ সুপার কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা আসাদ আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫