ঢাকা: দেশে চলমান অস্থিরতা ও সহিংসতার ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্র গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
শুক্রবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইউএস ডিপার্টমেন্ট অব স্টেটের পক্ষে মেরি হার্ফ এ উদ্বেগের কথা জানিয়েছেন।
মেরি হার্ফ বলেন, বাংলাদেশে রাজনৈতিক কর্মসূচির নামে চলমান নৃশংস সহিংসতার নিন্দা জানাচ্ছি এবং দেশে বিদ্যমান অস্থিরতায় গভীর উদ্বেগ প্রকাশ করছি।
তিনি বলেন, বাসে অগ্নিসংযোগ এবং পেট্রোল-বোমা ছুড়ে মারা, রেল লাইনচ্যুত করার ঘটনায় সাধারণ নিরীহ মানুষ মারা যাচ্ছেন। কেউ কেউ পুড়ে আহত হচ্ছেন। আমরা এ ধরনের জঘন্যতম কাজকে নিন্দা জানাই এবং উদ্বেগ প্রকাশ করছি।
রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এ ধরনের কাজকে মার্কিন যুক্তরাষ্ট্র তীব্রভাবে নিন্দা জানাচ্ছে বলে মেরি হার্ফ উল্লেখ করেন।
রাজনৈতিক উদ্দেশ্যে চালানো সহিংসতার ঘটনাকে অনৈতিক উল্লেখ করে মেরি হার্ফ বিবৃতিতে বলেন, গণতান্ত্রিক বাংলাদেশে ন্যাক্কারজনক এ ধরনের কাজের কোনো যৌক্তিকতা নেই।
তিনি বলেন, সব বাংলাদেশিই শান্তিপূর্ণভাবে তাদের মত প্রকাশের অধিকার রাখেন।
এ ছাড়া আমরা বাংলাদেশ সরকারের প্রতিও আহ্বান জানাচ্ছি যেন, রাজনৈতিক দলগুলোকে শান্তিপূর্ণভাবে তাদের তাৎপরতা চালানোর সুযোগ করে দেয়।
সেই সঙ্গে সব দলের প্রতিও আমরা আহ্বান জানাই, তারা যেন তাদের নেতাকর্মীকে যে কোনো ধরনের সহিংসতা চালানো থেকে বিরত থাকার নির্দেশ দেন।
** 'আলোচনা হবে, তবে বিএনপিকে সন্ত্রাস বন্ধ করতে হবে'
বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫