ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

জাতীয় প্রেসক্লাবে সিপিবি-বাসদের গণঅবস্থান কর্মসূচি চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
জাতীয় প্রেসক্লাবে সিপিবি-বাসদের গণঅবস্থান কর্মসূচি চলছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পেট্রোল-বোমায় মানুষ খুনের প্রতিবাদ এবং গণতান্ত্রিক অধিকার রক্ষা, রাজনৈতিক অচলাবস্থার সমাধান ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) গণঅবস্থান কর্মসূচি চলছে।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে শুরু হওয়া এ অবস্থান কর্মসূচি বিকেল ৪টা পর্যন্ত চলবে বলে দলীয় সূত্রে জানা গেছে।



সিপিবির সভাপতি মোজাহেদুল ইসলাম সেলিম, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য্য ছাড়াও দুইদলের নেতাকর্মীরা এ গণঅবস্থান কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

গণঅবস্থান কর্মসূচিতে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম জামায়াত-শিবির নিষিদ্ধের দাবি জানান। এ সময় তিনি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে জামায়াতের সঙ্গ ত্যাগ করতে বলেন।

এ ছাড়াও সব দল মিলে আলোচনায় বসে সব দলের অংশগ্রহণে একটি গণতান্ত্রিক নির্বাচনের দাবিও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।