ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় গ্রেফতার ৩৯

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
বগুড়ায় গ্রেফতার ৩৯ ছবি: প্রতীকী

বগুড়া: বগুড়ায় গত ১২ঘণ্টায় ভাঙচুর ও নাশকতা মামলায় বিএনপি-জামায়াতের ৩৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

এরমধ্যে বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ ও নন্দীগ্রাম উপজেলা জামায়াত নেতা রুহুল আমিনও রয়েছেন।



শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সকালে জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার (এএসপি) গাজিউর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান।

তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে শুক্রবার সকাল ৭টা পর্যন্ত গত ১২ঘণ্টায় ভাঙচুর ও নাশকতা মামলায় ৩৮জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে সবাই জামায়াত-শিবিরের নেতাকর্মী।

এর আগে বৃহস্পতিবার রাতে বগুড়া-রংপুর সড়কে নাশকতা চেষ্টাকালে গুলিবিদ্ধ অবস্থায় রবিউল ইসলাম (২৪) নামে এক তরুণকে গ্রেফতার করা হয়।

পরে আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান এএসপি গাজিউর রহমান।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।