ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

কর্মী নিহত হওয়ার ঘটনায় শিবিরের নিন্দা-প্রতিবাদ

পিলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
কর্মী নিহত হওয়ার ঘটনায় শিবিরের নিন্দা-প্রতিবাদ

ঢাকা: পুলিশের সঙ্গে সংঘর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মাদ শাহাবুদ্দিন নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় ও মহানগরী শাখার নেতাকর্মীরা।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) এক যৌথ প্রতিবাদ বার্তায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আশরাফুল আলম ইমন ও সাংগঠনিক সম্পাদক শোয়েব শাহরিয়ার এবং মহানগর সভাপতি ডা. আনোয়ারুল ইসলাম ও সেক্রেটারি নাফিস রাইয়্যান এ প্রতিবাদ জানান।



এতে বলা হয়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয় শাখার তথ্য সম্পাদক মো. শাহাবুদ্দিন, হবিবুর হল সভাপতি মো. হাবিবুর রহমান এবং বিনোদপুর আবাসিক সভাপতি মফিজুর রহমান বন্ধুর বাড়ি থেকে দাওয়াত খেয়ে মোটরসাইকেল করে ফেরার পথে কাটাখালী পৌরসভার সামনে পুলিশ তাদের গতিরোধ করে গ্রেফতার করে। পরে পুলিশ শাহাবুদ্দিনকে অমানুষিক নির্যাতনের পর গুলি করে হত্যা করে এবং অন্য দুইজনকেও গুলিবিদ্ধ করে আহত করে।

বর্তমানে তারা দুইজন রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এভাবে নির্যাতন করার পরে গুলি করে অবৈধভাবে হত্যার তীব্র নিন্দা এবং হত্যাকারী পুলিশ সদস্যদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানাই।

এতে আরো বলা হয়, আমরা বেশ ক’দিন ধরে অবৈধভাবে রাজনৈতিক নেতাকর্মীদের হত্যার সঙ্গে পুলিশকে জড়িত থাকতে দেখছি। পুলিশ এভাবে একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়ে নিজেদেরকে জনগণের শত্রুতে পরিণত করছে।

আমরা স্পষ্ট ভাষায় বলতে চায় ছাত্রজনতাকে যেভাবে গুলি করে হত্যা করা হচ্ছে, তার বিচার বাংলাদেশের মাটিতেই অনুষ্ঠিত হবে। উন্মাদ এই সরকারের বাঁচার আর কোনো পথ নেই। সরকার যদি এখনই ক্ষমতা থেকে সরে না দাঁড়ায় তাহলে তাদের পরিণতি ক্রমেই ভয়াবহ হতে থাকবে।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫

** পুলিশের সঙ্গে সংঘর্ষে রাবি ছাত্রশিবির নেতা নিহত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।