ঢাকা: আন্দোলনের নামে নাশকতা ও সহিংসতা চালিয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ধরা পড়ে গেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
একটি জাতীয় দৈনিকের উদ্ধৃতি দিয়ে সুরঞ্জিত বলেন, এ যাবত পেট্রোলবোমা মারতে গিয়ে যারা ধরা পড়েছে তার প্রত্যেকেই ছাত্রশিবির ও ছাত্রদলের ক্যাডার।
অথচ খালেদা জিয়া তাদের দায় নিতে চাচ্ছেন না। কিন্তু তিনি পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে ধরা পড়ে গেছেন। গোটা বিশ্ব তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কারণ, নাশকতা ও সহিংসতাকে কেউ সমর্থন করে না বলেন তিনি।
নাশকতা বন্ধ না হলে আলোচনার কোনো সুযোগ নেই জানিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, পেট্রোল বোমা হামলায় এ যাবত যতগুলো পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সবার দায় নেন। সন্ত্রাস-নাশকতা বন্ধ করেন। এর আগে আলোচনার কোনো সুযোগ নেই।
খালেদা জিয়া ছাত্রসমাজকে প্রতিপক্ষ বানিয়েছে অভিযোগ করে তিনি বলেন, কোমলমতি ১৫ লাখ ছেলে-মেয়ে এবং তাদের সঙ্গে কয়েক কোটি মানুষকে তিনি (খালেদা) জিম্মি করে রেখেছেন। ঘোষণা দিয়েছেন অভিষ্ট লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত পিছু হটবেন না। তার অভিষ্ট লক্ষ্যটা কী? বাংলাদেশকে অকার্যকর করা? গায়ের জোরে গণতন্ত্রের ধারাকে বাধাগ্রস্ত করা? কিন্তু এসব হবে না। মনে রাখতে হবে সন্ত্রাস সহিংসতা ক্ষণস্থায়ী। এগুলো করে লক্ষ্যে পৌঁছানো যায় না।
সন্ত্রাস দমনে কঠোর আইন আসছে উল্লেখ করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সন্ত্রাস দমনে সংশোধিত কঠোর আইন আসছে। ওই আইনের আওতায় সব সন্ত্রাসের বিচার হবে। খালেদা জিয়াকেও সেটি ফেস করতে হবে।
বঙ্গবন্ধু একাডেমীর সহ-সভাপতি সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- আব্দুল হাই কানু, হারুন চৌধুরী, খন্দকার এমদাদুল হক সেলিম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬,২০১৫