শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুরে অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে সীমাবাড়ী ইউনিয়নের জামায়াতের আমির ইমান হোসেন (৫৭) ও উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রাজ্জাকসহ (৩০) চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শেরপুর থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত অভিযোগে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা গ্রামের আব্দুল লতিফের ছেলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রাজ্জাক, সীমাবাড়ী ইউনিয়নের নলুয়া গ্রামের মৃত আব্দুল সেখের ছেলে জামায়াতের আমির ইমান হোসেন, মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর মধ্যপাড়া গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে জামায়াত কর্মী মহাব্বত হোসেন (৫৫) ও একই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জামায়াত কর্মী মো. মামুন (২৭)।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫