ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন ‘আসল বিএনপি’র মুখপাত্র কামরুল হাসান নাসিম।
শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশান-২ নম্বর গোলচত্বরে এক সমাবেশে তিনি এ আহ্বান জানান।
খালেদা জিয়া ও তারেক রহমানের পদত্যাগের দাবিতে এ সমাবেশের আয়োজন করে নবযাত্রার ‘আসল বিএনপি’।
‘আসল বিএনপি’র মুখপাত্র কামরুল হাসান নাসিম বলেন, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি একটি প্রহসনের নির্বাচন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি অবৈধভাবে ক্ষমতায় আসে।
তাই আগামী ১৫ ফেব্রুয়ারি দল থেকে পদত্যাগ করে খালেদা জিয়া ও তারেক রহমানকে ওই প্রহসনের বিষয়টি লাঘব করতে হবে।
শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য খালেদা জিয়া ও তারেক রহমান নাশকতাকারীদের দিয়ে বিএনপিকে একটি অপশক্তির দল হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি।
নাসিম বলেন,আমরা জিয়ার আদর্শে গঠিত বিএনপিকে তা হতে দিতে পারি না।
নিজেকে বিএনপির ‘ওষুধওয়ালা’ পরিচয় দিয়ে তিনি বলেন, আমি জাতীয়তাবাদী দল-বিএনপির একজন ওষুধওয়ালা মাত্র। জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়েই আজকে আপনারা এই সমাবেশে যোগ দিয়েছেন। আপনাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ ও অভিনন্দন জানাই।
‘বর্তমান বিএনপি কোনো অর্থনৈতিক চিন্তা নিয়ে এগোচ্ছে না’ উল্লেখ করে কামরুল হাসান নাসিম বলেন, বিএনপিতে শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি হচ্ছে। আমি বলছি, নিকট সময়ে বিএনপির ইমেজ সংকট শীর্ষস্থানীয় নেতারা নবধারার বিএনপিতে ফিরে আসবেন।
‘বিএনপির কোনো অভিশাপ হয়ে আসিনি, আমি দলের আশির্বাদ হয়ে এসেছি। যার প্রমাণ ছয় মাস পরই হবে। ’-যোগ করেন আসল বিএনপির এই মুখপাত্র।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি নাসিম বলেন, বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে বন্ধু সূলভ আচরণ করছেন ভালো, কিন্তু ডায়ালগ (সংলাপ) অবৈধ বিএনপির সঙ্গে হতে পারে না। ডায়ালগ হবে বৈধ বিএনপির সঙ্গে, তা ছয় মাস পর।
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘কটাক্ষ’ করে বক্তব্য না দিতেও আওয়ামী লীগ নেতাদের আহ্বান করেন তিনি।
আসল বিএনপির মুখপাত্র কামরুল হাসান নাসিমের বক্তব্য শেষে খালেদা জিয়া ও তারেক রহমানের পদত্যাগের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) লেখা কাগজ তুলে ধরে এক মিনিট নীরবতা পালন করেন অংশগ্রহণকারীরা।
এর আগে সোয়া ১২টার দিকে বনানী থেকে নবযাত্রার এই বিএনপির একটি মিছিল গুলশান-২ গোলচত্বরে আসে।
সমাবেশে ৭১৭ জন ‘জিয়ার সৈনিক’ আসার কথা থাকলেও এ বিষয়ে নাসিম বলেন, বর্তমান দেশের পরিস্থিতির কারণে সমাবেশে ২১৭ জন জিয়ার সৈনিক আসতে পেরেছেন।
তবে সমাবেশ শতাধিক তরুণ-যুবাকে অংশ নিতে দেখা যায়। মিছিলে তাদের স্লোগান ছিল,- ‘মা খালেদা, তুমি পদত্যাগ করো’।
বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫, আপডেট: ১৬৩৪ ঘণ্টা
** পদত্যাগ দাবিতে ‘আসল বিএনপি’ যাচ্ছে খালেদার কার্যালয়ে