ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় সিপিবি ও বাসদের অবস্থান কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
বগুড়ায় সিপিবি ও বাসদের অবস্থান কর্মসূচি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: সভা-সমাবেশ, মিছিলের অধিকারসহ মৌলিক ও গণতান্ত্রিক অধিকার হরণ এবং সহিংসতা-নাশকতা বন্ধসহ বোমা মেরে মানুষ হত্যার প্রতিবাদে বগুড়ায় অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সকালে শহরের সাতমাথায় এ কর্মসূচি পালিত হয়।



দেশে এখন ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে উল্লেখ করে কর্মসূচিতে উপস্থিত বক্তারা বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ও বিএনপি নেতৃত্বাধীন জোটের ক্ষমতাকেন্দ্রিক ‘সন্ত্রাসী’ রাজনীতির কারণে জনজীবন প্রায় বিপন্ন। দেশের মানুষের স্বাভাবিক নিরাপত্তা নেই।

একদিকে ক্ষমতার দাপট দেখিয়ে মহাজোট মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে, অন্যদিকে জোটের ব্যানারে সারাদেশে পেট্রোল বোমা মেরে সহিংসতা চালিয়ে মানুষ হত্যা করা হচ্ছে।

সাধারণ মানুষের জানমালের কোনো নিরাপত্তা দিতে পারছেন না তারা। কিছুতেই জামায়াত-শিবিরের নাশকতা বন্ধ করতে পারছেন না শাসকগোষ্ঠী। দেশের এ সংকট রাজনৈতিক সংকট, অস্ত্র দিয়ে এর সমাধান সম্ভব নয়। রাজনৈতিকভাবেই এর সমাধান করতে হবে।

সিপিবি জেলা সভাপতি জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দুলাল কুণ্ডু, বাসদ নেতা মাছুদ পারভেজ, সিপিবি নেতা আমিনুল পরিদ, ছাত্রফ্রন্ট জেলা শ্যামল বর্মন, নেতা রাধা রানী বর্মন, মাসুকুর রহমান শিহাবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
  
বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা,  ফেব্রুয়ারি ০৬,  ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।