ঢাকা: আগামী ৮ ফেব্রুয়ারি রোববার সারাদেশে সকাল সন্ধ্যা-হরতাল ডেকেছে ছাত্রশিবির।
নির্বিচারে নেতাকর্মীদের হত্যা, গুম, গুলি, বাড়িঘর ভাঙচুর, গণগ্রেফতার ও রাষ্ট্রীয় সন্ত্রাসের অভিযোগ তুলে এসব বন্ধের দাবিতে এ হরতাল ডেকেছে জামায়াতের ছাত্রসংগঠনটি।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে শিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারি আতিকুর রহমান এই হরতালের ডাক দেন।
রোববার হরতাল পালনের আগে শনিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালনেরও ঘোষণা দেওয়া হয়েছে বিবৃতিতে।
সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মনির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের তথ্য সম্পাদক শাহাবুদ্দিন ওরফে মুহিরকে হত্যার প্রতিবাদে রাজশাহী বিভাগের আট জেলায় রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার হরতালের ঘোষণার মধ্যেই রোববার দেশব্যাপী এ হরতালের ডাক এলো।
পুরো বিবৃতিটি পড়ুন
বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫/আপডেট ১৫৩৫ ঘণ্টা
** রোব-সোমবার চট্টগ্রাম বিভাগে হরতাল