ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

বোমাবাজদের ধরতে তদন্তের নির্দেশ দিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
বোমাবাজদের ধরতে তদন্তের নির্দেশ দিন ছবি: জাহিদ সাইমন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বোমাবাজদের খুঁজে বের করার জন্য প্রধান বিচারপতিকে তদন্তের নির্দেশ দিতে অনুরোধ করেছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী।
 
শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।



‘চলমান রাজনৈতিক সংকট নিরসনে জাতীয় সংলাপ সময়ের দাবি’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে দেশপ্রেমিক নাগরিক পার্টি।
 
সাবেক এই রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী বলছেন মানুষ পুড়িয়ে মারা ইসলাম বিরোধী কাজ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলছেন হত্যা বা লাশের রাজনীতির সঙ্গে আমাদের সম্পৃক্ততা নেই। দুই নেতার বক্তব্য পরস্পরবিরোধী।
 
তিনি বলেন, আমি আশা করি প্রধান বিচারপতি বোমাবাজদের ধরতে তদন্তের নির্দেশ দেবেন। কারা বোমাবাজি করছে তা খুঁজে বের করতে হবে। তারা আওয়ামী লীগের কি-না তাও খতিয়ে দেখতে হবে।

এজন্য প্রধানমন্ত্রীরও উচিত অবিলম্বে তদন্তের ব্যবস্থা করা।

এসএসসি পরীক্ষার বিষয়ে তিনি বলেন, আজকের এ অচলাবস্থায় শুক্রবার ছুটির দিনেও পরীক্ষা নিতে হচ্ছে। এ অবস্থা জাতীয় দুর্যোগে পরিণত হয়েছে। এভাবে চলতে থাকলে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে।
 
খালেদা জিয়াকে নিয়ে কট‍ূ মন্তব্য করার সমালোচনা করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর পরেই অর্থমন্ত্রী। আর তিনি যদি বিএনপি চেয়ারপারসনকে স্টুপিড বলে গালি দেন, সেটি একটি বড় রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত ঘটনা।

তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, স্বাধীনতা সংগ্রামের সময় চরম শত্রুর সঙ্গে আপনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংলাপ করেছেন। কাজেই এখন সংলাপে সমস্যা কোথায়। সংলাপ এখন সময়ের দাবি। তাই কেন সংলাপের উদ্যোগ নেবেন না।
 
খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, আপনি উচ্চকণ্ঠে ঘোষণা দিন যে আপনি সংলাপের জন্য প্রস্তুত আছেন।

এসময় তিনি ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় বিকল্পধারার নিরন্ন প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য দেশবাসীকে আহ্বান জানান।
 
আয়োজক দলের চেয়ারপারসন আহসান উল্লাহ শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মুসলিম লীগের সভাপতি অ্যাডভোকেট নুরুল হক মজুমদার, মহাসচিব কাজী আবুল খায়ের, অ্যাডভোকেট নজির আহমদ হোসাইনী প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।