ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

রোব-সোমবার চট্টগ্রাম বিভাগে হরতাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
রোব-সোমবার চট্টগ্রাম বিভাগে হরতাল ছবি: প্রতীকী

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা শিবির সভাপতি সাহাব উদ্দিন পাটোয়ারী ‘বন্দুকযুদ্ধে’ নিহত  হওয়ার প্রতিবাদে চট্টগ্রাম বিভাগে রোববার ও সোমবার ৪৮ ঘণ্টার হরতাল আহ্বান করেছে শিবির।
 
শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে গণমাধ্যমে পাঠানো শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী শিবির সভাপতি শাহ আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


 
এছাড়া, শনিবার চট্টগ্রাম বিভাগের সব জেলা ও উপজেলাতে বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।
 
এতে বলা হয়, চৌদ্দগ্রাম উপজেলা শিবির সভাপতি সাহাব উদ্দিন পাটোয়ারীকে বৃহস্পতিবার বিকেল ৫টা ১০ মিনিটে চৌদ্দগ্রাম পৌর এলাকায় চান্দিশকরা গ্রামের নিজ বাসা থেকে সাদা পোশাকদারী পুলিশ ধরে নিয়ে যায়। গভীর রাতে পুলিশ তাকে ‘গুলি’ করে তাকে হত্যা করে। চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহীম সকালে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে তার মৃতদেহ রেখে যায়।  
 
এর প্রতিবাদে শনিবার চট্টগ্রাম বিভাগের সব জেলায় বিক্ষোভ মিছিল এবং রোববার ও সোমবার ৪৮ ঘণ্টা হরতাল পালনের করার আহ্বান জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে।
 
বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।