রাজশাহী: রাজশাহীর নিউমার্কেট এলাকায় ঝটিকা মিছিল করেছে শিবিরকর্মীরা। এ সময় মিছিল থেকে তারা একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোয়েন্দা শাখা পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, রোববারের হরতালের সমর্থনে দুপুর ১২টার দিকে শিবিরকর্মীরা মহানগরীর নিউমার্কেট এলাকায় শ্লোগান দিয়ে ঝটিকা মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পালিয়ে যাওয়ার সময় শিবিরকর্মীরা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়।
ঝটিকা মিছিলের পর মহানগরীর নিউমার্কেট, সুলতানাবাদ ও ষষ্টিতলাসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে শিবিরকর্মী সন্দেহে আট জনকে আটক করা হয়েছে। আটকদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এর আগে রাজশাহী বিভাগের আট জেলায় আগামী রোববার (০৮ ফেব্রুয়ারি) থেকে ৪৮ ঘণ্টার হরতালের কর্মসূচি দেয় শিবির। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মহানগর ছাত্রশিবিরের প্রচার সম্পাদক আসাদুজ্জামান এ কর্মসূচি ঘোষণা করেন।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) দিনগত রাত ১টার দিকে মতিহারের শমসাদিপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহাবুদ্দীন ওরফে মুহির নিহত হন। শাহাবুদ্দীন বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স বিভাগের শিক্ষার্থী।
এ ঘটনায় হবিবুর রহমান হল শাখা শিবিরের সভাপতি হাবিবুর রহমান এবং শের-ই-বাংলা হল শিবির নেতা মফিজুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে বর্তমানে রামেকে চিকিৎসাধীন আছেন।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫