ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

পুঠিয়ায় হেলপার নিহতের ঘটনায় মামলা, আটক ১১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
পুঠিয়ায় হেলপার নিহতের ঘটনায় মামলা, আটক ১১

রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর এলাকায় পেট্রোলবোমা হামলায় হেলপার পিন্টু নিহতের ঘটনায় মামলা হয়েছে।  

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সকালে পিন্টুর বাবা আহমদ আলী বাদী হয়ে পুঠিয়া থানায় মামলাটি করেন।

মামলায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে।

রাজশাহীর পুঠিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, মামলায় পুঠিয়া উপজেলা শিবির সভাপতি রাকিব, শিবিরকর্মী আশিক, জামায়াত নেতা আলমসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ১১ জনকে ইতোমধ্যে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) দিনগত রাত পৌনে ৯টার দিকে উপজেলার বেলপুকুর ঢালানে চলন্ত ট্রাকে পেট্রোলবোমা ছুড়ে দুর্বৃত্তরা। এ সময় প্রাণ বাঁচাতে চলন্ত ট্রাক থেকে লাফিয়ে পড়ে ঘটনাস্থলে নিহত হন হেলপার পিন্টু।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।