ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

পরীক্ষার্থীদের ভবিষ্যত নিয়ে ছিনিমিনি খেলছেন খালেদা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
পরীক্ষার্থীদের ভবিষ্যত নিয়ে ছিনিমিনি খেলছেন খালেদা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুন্সীগঞ্জ: দেশে ১৫ লাখ এসএসসি পরীক্ষার্থীর ভবিষ্যত জীবন নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ছিনিমিনি খেলছেন বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া থ্রি-এঞ্জেল মেরিন লিমিটেড নামে জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।



নৌমন্ত্রী বলেন, খালেদা জিয়া আপন নাতি-নাতনীদের মালয়েশিয়ায় পড়ালেখার জন্য পাঠিয়ে দেশে এসএসসি পরীক্ষা চলাকালীন হরতাল-অবরোধের নামে আগুন দিয়ে জীবন্ত মানুষকে হত্যার তাণ্ডবলীলা চালাচ্ছেন।

তিনি আরও বলেন, স্বাধীনতাবিরোধী চক্রদের নিয়ে বিএনপি দেশে এক অরাজকতার পরিস্থিতির সৃষ্টি করে তুলেছে।

এর আগে নৌ-পরিবহন মন্ত্রী সেখানে ৯৫ কোটি টাকা ব্যয়ে ৯টি সার্ভে ভাইসেল (নদীর নাব্যতা নির্ণয়ে নৌযান) ও ৫০টি পল্টুন নির্মাণ কাজের উদ্বোধন করেন।

মন্ত্রীর সঙ্গে এ সময় গজারিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।