বরিশাল: বরিশাল বিভাগে রোববার সকাল ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে ২০ দলীয় জোট।
২০ দলীয় জোটের পক্ষে শুক্রবার বিকেলে মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুক হরতালের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বরিশাল মহানগর জামায়াতের নায়েবে আমিনুল ইসলাম খসরু বাংলানিউজকে জানান, বরিশাল বিভাগের ৬ জেলায় রোববার সকাল ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘণ্টা ২০ দলীয় জোটের পক্ষ থেকে হরতালের ডাক দেওয়া হয়েছে।
তিনি আরো জানান, বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়াকে নিজ কার্যালয়ে ‘অবরুদ্ধ’ করে অমানবিকভাবে গ্যাস, টেলিফোন সংযোগসহ সব প্রকার নাগরিক সুবিধা হতে বঞ্চিত করা, তার নামে মিথ্যা হত্যা মামলা, দেশব্যাপী নেতাকর্মীদের গণগ্রেফতার, গুম হত্যার প্রতিবাদে এ হরতালের ডাক দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫