ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

সিপিবি-বাসদের গণঅবস্থান

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিসহ চার দফা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিসহ চার দফা ছবি: জাহিদ সাইমন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধসহ চার দফা দাবি জানিয়ে ‘গণঅবস্থান’ কর্মসূচি শেষ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ)।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে শুরু হওয়া এ অবস্থান কর্মসূচি চলে বিকেল ৪টা পর্যন্ত।

কর্মসূচিতে গণসঙ্গীত পরিবেশনের পাশাপাশি বাম সংগঠনের নেতারা বক্তব্য দেন।

বক্ত‍ারা পেট্রোলবোমা হামলা চালিয়ে নিরীহ মানুষ হত্যার প্রতিবাদ এবং গণতান্ত্রিক অধিকার রক্ষা, রাজনৈতিক অচলাবস্থার সমাধান ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান।

প্রধান দুই রাজনৈতিক দলের সমালোচনা করে তারা বলেন, বড় বড় নেতারা তাদের ছেলেমেয়েদের পড়াশোনার করানোর জন্য দেশের বাইরে পাঠিয়ে দেন। আর দেশের মধ্যে থাকা সাধারণ শিক্ষার্থীদের জীবন নিয়ে রাজনীতি করেন।

এসময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জামায়াতের সঙ্গ ত্যাগেরও পরামর্শ দেন বাম নেতারা।

কর্মসূচিতে বক্তব্য রাখেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য্য, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট নেতা জয়নাল আবেদীন মুকুল প্রমুখ।

বক্তারা আলোচনায় বসে সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানান। একইসঙ্গে তারা দ্বিদলীয় পাল্টাপাল্টি বুর্জোয়া রাজনীতির বিপরীতে বাম গণতান্ত্রিক শক্তির পতাকা তলে এসে ঐক্যবদ্ধ হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

অবস্থান কর্মসূচি শেষে সিপিবি-বাসদের নেতাকর্মীরা গণজাগরণ মঞ্চের মুক্তি অভিযাত্রায় অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।