ঢাকা: দেশের সংকট নিরসনে সরকার ‘সংলাপে’র পথে না হেঁটে নির্যাতন করছে বলে অভিযোগ করেছে খেলাফত মজলিশে।
শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সংগঠনের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এক বিবৃতিতে এ অভিযোগ করেন।
তারা বলেন, বর্তমান সংকট উত্তরণের একমাত্র পথ হচ্ছে সব দলের অংশগ্রহণে একটি অবাধ ও স্বচ্ছ নির্বাচন দেওয়া। এজন্য একটি কার্যকর সংলাপের উদ্যোগ নেওয়া জরুরি।
‘কিন্তু সরকার সংলাপের পথে না হেঁটে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। বন্দুকের জোরে ক্ষমতায় টিকে থাকতে চাইছে’-- বলেন খেলাফত মজলিশের নেতারা।
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫