ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনায় স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি)।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এ স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব এম.এ. আজিজ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তাক রহিম স্বপন, অধ্যাপক ডা. রফিকুল কবির, ডা. আব্দুস সালাম, ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. খলিলুর রহমান, সাংবাদিক কাদের গণি চৌধুরী, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে কোকোর আত্মার মাগফেরাত কামনা করে মহান রাব্বুল আল-আমীনের নিকট দোয়া করা হয়। সেইসঙ্গে বিশ্বের সকল মরহুম মুসলমানের আত্মার মাগফেরাত কামনা করা হয়। গণতন্ত্রের ও ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনে যারা ‘শহীদ’ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেও অনুষ্ঠানে দোয়া করা হয়।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫