ঢাকা: শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর চার স্থানে সন্ত্রাসবিরোধী মানববন্ধন করবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
নির্ধারিত স্থানগুলো হচ্ছে- উত্তরা হাউজ বিল্ডিং বাসস্ট্যান্ড, চকবাজার মসজিদের দক্ষিণ পাশ, যাত্রাবাড়ী থানার সামনের স্থান ও মিরপুর ১০ নম্বর গোল চত্বর।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দলটির দফতর সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগর উত্তর জাসদের উদ্যোগে সকাল ১১টায় উত্তরা হাউজ বিল্ডিং বাসস্ট্যান্ডের সামনে মানববন্ধন করা হবে। এসময় উপস্থিত থাকবেন দলটির সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, ঢাকা মহানগর উত্তর জাসদের সভাপতি শফি উদ্দিন মোল্লাসহ কেন্দ্রীয় ও উত্তরের নেতাকর্মীরা।
একই সময়ে চকবাজার মসজিদের দক্ষিণ পাশে জাসদ ঢাকা মহানগর দক্ষিণ-এর উদ্যোগে মানববন্ধন হবে। সেখানে জাসদের স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য শিরিন আখতার, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শওকত রায়হানসহ অন্যান্য নেতারা উপস্থিত থাকবেন।
এছাড়া বিকেল ৩টায় যাত্রাবাড়ী থানার সামনে ঢাকা মহানগর পূর্ব-এর উদ্যোগে মানববন্ধন করবে দলটি। মানববন্ধনে জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকতসহ মহানগর পূর্বের অন্যান্য নেতারা উপস্থিত থাকবেন।
সর্বশেষ বিকেল ৪টায় মিরপুর ১০ নম্বর গোল চত্বরে জাসদ ঢাকা মহানগর পশ্চিমের নেতাকর্মীরা মানববন্ধন করবে। সেখানে উপস্থিত থাকবেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ঢাকা মহানগর সমন্বয় কমিটির সমন্বয়ক মীর হোসাইন আখতার, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খালেদ প্রমুখ।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জামায়াত-বিএনপি’র সন্ত্রাসীরা আগুন দিয়ে মানুষ হত্যা-সহিংসতা-অন্তর্ঘাত-নাশকতার প্রতিবাদে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সন্ত্রাসবিরোধী দিবস উপলক্ষে উল্লেখ্য স্থানগুলোতে মানববন্ধন করবে।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫