ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

রোববার থেকে ২০ দলের ৭২ ঘণ্টা হরতাল

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
রোববার থেকে ২০ দলের ৭২ ঘণ্টা হরতাল

ঢাকা: আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত সারাদেশে লাগাতার ৭২ ঘণ্টা হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।



গত ৫ জানুয়ারি থেকে চলমান অনির্দিষ্টকালের অবরোধের মধ্যেই সর্বাত্মক হরতাল পালনের এ ঘোষণা দেওয়া হলো। এর আগে, গত সপ্তাহব্যাপী হরতাল পালন করে ২০ দলীয় জোট।

বিবৃতিতে বলা হয়, দেশব্যাপী ক্রসফায়ারের মাধ্যমে অসংখ্য নেতাকর্মীকে হত্যার প্রতিবাদে, গুলি করে অসংখ্য নেতাকর্মীকে পঙ্গু ও আহত করার প্রতিবাদে, দেশব্যাপী বিরোধী দলীয় নেতাকর্মীসহ নিরীহ জনগণকে গণগ্রেফতারের প্রতিবাদে, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে, বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ ও কুক্ষিগতকরণের প্রতিবাদে, সাংবাদিক নির্যাতন ও সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণের প্রতিবাদে, জনগণের মৌলিক ও মানবাধিকার প্রতিষ্ঠার দাবিতে এবং অন্যায়ভাবে মিথ্যা মামলায় গ্রেফতারকৃত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি ও ২০ দলীয় জোটের সিনিয়র নেতা ও সকল রাজবন্দির মুক্তি দাবিতে এ হরতাল পালন করা হবে।

শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালনের জন্য ২০ দলীয় জোটনেতা খালেদা জিয়ার পক্ষ থেকে নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান বিএনপির এ মুখপাত্র।

বিবৃতিতে তিনি অভিযোগ করেন, রাজনৈতিক সংকটকে আইন-শৃঙ্খলা সংকট বলে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে।

একইসঙ্গে দেশব্যাপী ক্রসফায়ারের মাধ্যমে নেতাকর্মীদের হত্যা, নির্যাতন ও গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানান সালাহ উদ্দিন আহমেদ।

পুরো বিবৃতিটি পড়ুন

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫/ আপডেট ২১০৮ ঘণ্টা

** রোববার সারাদেশে শিবিরের হরতাল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।