ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

রাজধানীর বিভিন্ন স্থানে ছাত্রদলের মিছিল

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
রাজধানীর বিভিন্ন স্থানে ছাত্রদলের মিছিল

ঢাকা: অনির্দিষ্টকালের অবরোধ ও হরতালের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সংগঠনটির কেন্দ্রীয় দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটওয়ারী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আলমগীর হাসান সোহানের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঢাবির টিএসসি অভিমুখে একটি মিছিল বের করা হয়।

মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রনেতা রজিবুল ইসলাম, মো. ইমরান হোসেন, হাফিজুর রহমান, আল ইমরান রিপন, পার্থ দেব মন্ডল, শামীম ইকবাল রিংকু, আনিসুর রহমান শামীম, দিদারুল আলম বাবু, সাইফুজ্জামান, এম এম মুসা, শফিকুল ইসলাম, হারুনুজ্জামান, আখতারুজ্জামান, তৌহিদ, রঞ্জু, হাসান, শিমুল, জাহাঙ্গীর, রাজু, প্রিন্স, সাদ্দাম, মিরাজ, মোহন, ঢাকা কলেজের আব্দুল্লাহ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মিরাজ, শহীদুল ইসলাম আক্তার প্রমুখ।

বিজ্ঞপ্তিতে শাহবাগ আজিজ সুপার মার্কেটের সামনের রাস্তায় একটি বিক্ষোভ মিছিলের কথা জানিয়ে বলা হয়, এতে নেতৃত্ব দেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক মো. মিজানুর রহমান সোহাগ।

মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফ ফারুকী হিরা, পাঠাগার সম্পাদক মেহেদী হাসান, স্কুল-বিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খান, মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. শামীম ইকবাল খান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সদস্য আশরাফ জালাল খান মনন, ঢাকা কলেজ ছাত্রদলের যোগাযোগ সম্পাদক খায়রুল ইসলাম, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান খান সুমন, ঢাবি ছাত্রদল নেতা মো. সাইফুল ইসলাম, জসিম উদ্দিন হলের মাসুদুর রহমান মাসুদ, বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মনির হোসেন, ঢাকা কলেজ ছাত্রদল নেতা কামাল হুসাইন অহন, মিনহাজুল আবেদিন নান্নু, বনি আমিন সোহাগ, তেঁজগাও কলেজ ছাত্রদল নেতা ইয়াছিন ভূইয়া, ঢাকা ডেন্টাল কলেজ ছাত্রদল নেতা ফয়সাল আহম্মেদ রকি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল নেতা ফয়সাল আহম্মেদ সোহেল, মহানগর দক্ষিণ ছাত্রদল নেতা রায়হান ভূইয়া, মাহিন আলামিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।