ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

লক্ষ্মীপুরে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
লক্ষ্মীপুরে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে মো. রাসেল নামে ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে।



আহত রাসেলকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার বাসিন্দা মো. সেলিম মিয়ার ছেলে।

লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন নবী সোহেল বাংলানিউজকে জানান, রাসেল তাদের দলীয় কর্মী। আলিয়া মাদ্রাসা এলাকায় চাপাতি দিয়ে কুপিয়ে তার হাতে ও মাথায় মারাত্মক জখম করা হয়েছে। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করেছে।

রাজনৈতিক প্রতিহিংসার জেরে শিবিরকর্মীরা রাসেলকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ ছাত্রলীগের এই নেতার।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।