বগুড়া: ২০১৫ সালের এএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে জামায়াত-বিএনপি অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত জেলার শাজাহানপুর উপজেলা সদরের মাঝিড়া কেন্দ্র পাহারা দিয়েছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে মাঝিড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নূরুজ্জামান ও সাধারণ সম্পাদক হোসেন শরীফ মনিরের নেতৃত্বে এই পাহারা দেওয়া হয়।
পরীক্ষা শুরু থেকে শেষ না হওয়া পর্যন্ত তারা সেখোনে পাহারা দেন।
এসময় স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুদ রানা, ওহাবুজ্জামান নাইম, আব্দুল কুদ্দুস, খোকন, নাজমুল, বিরুনী, রিপন, বাসেদ, রবিউল, আতিক, রাসেল, আহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫