ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

খুনিদের সঙ্গে আলোচনা নয়

স্পোশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
খুনিদের সঙ্গে আলোচনা নয় সৈয়দ আশরাফুল ইসলাম

ঢাকা: বিএনপির সঙ্গে আলোচনার সম্ভাবনা আবারো নাকচ করে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি। তিনি বলেন, যারা খুনি, মানুষ পুড়িয়ে মারে তাদের সঙ্গে আলোচনা হতে পারে না।



শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা শেষে সংবাদ সম্মেলনে একথা বলেন সৈয়দ আশরাফ।

তিনি বলেন, যারা খুনি, মানুষ পুড়িয়ে মারে, তাদের সঙ্গে আলোচনা হতে পারে না। দেশে চলমান পরিস্থিতি মোকাবেলায় সরকার কঠোর হাতে নাশকতা দমন করবে।

দেশের সব প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দল ও শ্রেণি পেশার মানুষকে  নাগরিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানান সৈয়দ আশরাফ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, খালেদা জিয়া আরো হরতাল দেবে, আরো মানুষ হত্যা করবে।

তিনি বলেন, এই পরিস্থিতি মোকাবেলা করতে না পারলে দেশের অবস্থা আরো ভয়াবহ হবে। বর্তমান পরিস্থিতিতে এখানে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি আসতে পারে। এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না।

সৈয়দ আশরাফ বলেন, বিএনপি-জামায়াতের এই নাশকতা-সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ ‘নাগরিক ঐক্য’ গড়ে তুলতে হবে। এই পরিস্থিতি সরকারের একার পক্ষে মোকাবেলা করা সম্ভব নয়। সব মানুষকে এগিয়ে আসতে হবে। তা না হলে দেশের পরিস্থিতি আরো ভয়াবহ হবে। এ পরিস্থিতি মোকাবেলা করতে না পারলে বাংলাদেশেও লেবানন, সিরিয়ার মতো আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএস (ইসলামিক স্ট্রেট) আসবে। আর এটা আনতেই খালেদা জিয়া জামায়াতকে সঙ্গে নিয়ে দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।


চলমান হরতাল-অবরোধে নাশকতা প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, এটা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নয়, এটা সন্ত্রাসী তৎপরতা। আইএস যেভাবে মানুষ পুড়িয়ে মারছে, বিএনপি-জামায়াত সেভাবেই মানুষ পুড়িয়ে মারছে। তারা যাদের পুড়িয়ে মারছে সেই মানুষগুলো আওয়ামী লীগ বা বিএনপির নয়। তারা সাধারণ মানুষ। যারা এভাবে মানুষ পুড়িয়ে মারছে, তাদের সঙ্গে আলোচনার কোনো সুযোগ নেই।

হরতাল-অবরোধের নামে যারা আগুনে পুড়িয়ে মানুষ মারে, কীভাবে তাদের সঙ্গে সংলাপ হয়। তাদের সঙ্গে কী আলোচনা হবে মানুষ পুড়িয়ে মারা নিয়ে আলোচনা।

‘খালেদা জিয়ার অন্দোলন তত্ত্বাবধায়ক সরকার বা নতুন নির্বাচনের দাবিতে নয়, তার উদ্দেশ্য এদেশকে সিরিয়া, লেবাননের মতো পরিস্থিতি তৈরি করার চক্রান্ত। ’৭১-এর মতো গণহত্যা চালাতে চায় বিএনপি- জামায়াত।

সৈয়দ আশরাফ বলেন, বাংলাদেশ পৃথিবী থেকে আলাদা নয়। সিরিয়া, লেবাননে মধ্যপ্রাচ্যে কী হচ্ছে, তা সবাই জানে।

তিনি প্রশ্ন রেখে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র কী জঙ্গিগোষ্ঠী আইএসের সঙ্গে সমঝোতা করছে? তালেবানের সঙ্গে সংলাপ করছে? বরং এই পরিস্থিতি শক্তভাবে মোকাবেলার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। এভাবে মানুষ হত্যা করতে দেওয়া যায় না, পরিস্থিতি দমন না হওয়া পর্যন্ত সরকার কঠোর থাকবে।

বাংলাদেশ সময় : ২৩০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫/আপডেটেড : ০১৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

** খালেদা কী চান? প্রশ্ন প্রধানমন্ত্রীর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।