গাইবান্ধা: গাইবান্ধায় যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় তিন শিশুসহ ছয় জন নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন কমপক্ষে ২৯ যাত্রী।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিনগত রাত পৌনে ১১টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জেলার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর থেকে নাপু এন্টারপ্রাইজের একটি বাস ৪০ জনের অধিক যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো। পথে তুলসীঘাট এলাকায় বাসে পেট্রোল বোমা ছোড়ে দুর্বৃত্তরা।
এতে ঘটনাস্থলেই এক শিশুসহ চার জন এবং রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে আরো দুই শিশুর মৃত্যু হয়।
গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) আবু হানিফ পাঁচ জন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, মৃতের সংখ্যা বাড়তে পারে।
তিনি আরো জানান, গুরুতর আহত ১৭ জনকে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। এছাড়া আট জনকে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তবে তাৎক্ষণিকভাবে সবার পরিচয় জানাতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।
গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার মোশারফ হোসেন পেট্রোল হামলার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
এদিকে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) বার্ন ইউনিটের প্রধান সহকারী অধ্যাপক ডা. মারুফুল ইসলাম জানান, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত গাইবান্ধায় বাসে পেট্রোল বোমা হামলায় দগ্ধ ২০ রোগী রমেকে আনা হয়েছে। এদের মধ্যে শনিবার সকালে সুজন নামে এক শিশু মারা গেছে।
এছাড়া ছয় জনের অবস্থা আশঙ্কাজনক। এদের সবার শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। আহতদের মধ্যে সাত জনকে বার্ন ইউনিটে, অবজারবেশনে নয় জন, অর্থপেডিকে এক জন, সার্জারিতে তিনজন ভর্তি করা হয়।
বাংলাদেশ সময় : ১২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫/ আপডেটেড : ০২৫৫ ঘণ্টা
** জড়িতদের ছাড় দেওয়া হবে না
** বরিশালে ট্রাকে পেট্রোল বোমায় নিহত ৩