ফেনী: ফেনীর দাগনভূঞা উপজেলা যুবদল সভাপতি হাসানুজ্জামান শাহাদাতকে (৩৮) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ফেনী শহরের এসএসকে রোড থেকে তাকে গ্রফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী শহরের এসএসকে সড়কের আল-রাজী হাসপাতালের সামনে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এসময় হরতাল-অবরোধে বিস্ফোরক আইনে মামলাসহ একাধিক মামলার আসামি শাহদাতকে গ্রেফতার করা হয়। শাহাদাতের গ্রামের বাড়ি জায়লস্কর ইউনিয়নের ওমরপুরে।
এদিকে উপজেলা যুবদলের সহ-সভাপতি একরামুল হক মানিক ও সাধারণ সম্পাদক কবির আহাম্মদ ডিপলু শাহদাতকে গ্রেফতারের নিন্দা প্রকাশ করে তার মুক্তি কামনা করেন।
গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময় : ০৬১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫