ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

রোববার রাজধানীর ১৩ পয়েন্টে থাকবে ১৪ দল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
রোববার রাজধানীর ১৩ পয়েন্টে থাকবে ১৪ দল

ঢাকা: হরতাল-অবরোধের নামে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রোববার (০৮ ফেব্রুয়ারি) সারাদেশে মানববন্ধন করবে ক্ষমতাসীন ১৪ দলীয় জোট। এদিন রাজধানীর ১৩টি পয়েন্টে তারা অবস্থান নেবেন।


 
শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সভা শেষে সংবাদিক সম্মেলনে এ তথ্য জানান জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

এর আগে ১৪ দল ঘোষিত বিভিন্ন কর্মসূচি সফল করতে পেশাজীবী সমন্বয় পরিষদসহ সহযোগী সংগঠনের সঙ্গে মতবিনিময় সভা করে জোট।
 
এসময় ১৪ দল ঘোষিত ৮ ফেব্রুয়ারির মানববন্ধনসহ সব কর্মসূচি ঐক্যবদ্ধভাবে পালনের আহ্বান জানানো হয়।
 
খালেদা জিয়ার উদ্দেশে নাসিম বলেন, জনগণের নেত্রী হলে আপনি জনগণকে হত্যা করতে পারতেন না। মানুষ মেরে তিনি ‘সন্ত্রাসের নেত্রীতে’ পরিণত হয়েছেন।
 
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বাস্থ্য সম্পাদক ডা. বদিউজ্জামান ভুইয়া ডাবলু, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, যুবলীগের মুজিবুর রহমান চৌধুরী, যুব মহিলা লীগের অপু উকিল প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।