ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

কুমিল্লায় শনিবার সকাল-সন্ধ্যা হরতাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
কুমিল্লায় শনিবার সকাল-সন্ধ্যা হরতাল ছবি: প্রতীকী

কুমিল্লা: কুমিল্লায় জেলা বিএনপির ডাকা শনিবারের (৭ ফেব্রুয়ারি) সকাল-সন্ধ্যা হরতালের তেমন কোনো প্রভাব পড়েনি।

হরতালে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে বাস না চললেও রিকশা, সিএনজি চালিত রিকশাসহ বিভিন্ন হালকা যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।



চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে হুকুমের আসামি করে দু’টি মামলা করার প্রতিবাদে শুক্রবার রাতে এ হরতাল ঘোষণা করে জেলা বিএনপি।

জেলা দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া হরতালের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।