কুমিল্লা: কুমিল্লায় জেলা বিএনপির ডাকা শনিবারের (৭ ফেব্রুয়ারি) সকাল-সন্ধ্যা হরতালের তেমন কোনো প্রভাব পড়েনি।
হরতালে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে বাস না চললেও রিকশা, সিএনজি চালিত রিকশাসহ বিভিন্ন হালকা যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে হুকুমের আসামি করে দু’টি মামলা করার প্রতিবাদে শুক্রবার রাতে এ হরতাল ঘোষণা করে জেলা বিএনপি।
জেলা দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া হরতালের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫