লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে আলাউদ্দিন নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার মতিরহাট মাছঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আলাউদ্দিনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলার চর কালকিনি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী জানান, রাতে মতিরহাট মাছঘাট এলাকায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
স্থানীয় হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন খাঁন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ১০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫