চট্টগ্রাম (মিরসরাই): চট্টগ্রামের মিরসরাইয়ে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে ২১ সদস্য বিশিষ্ট মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংগঠনটির এক বিশেষ সভায় উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শেখ আতাউর রহমানকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে রয়েছেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, সহ-সভাপতি শামসুল হক ভূঁইয়া, মেয়র এম শাহজাহান, সহ-সভাপতি আলাউদ্দিন, সহ-সভাপতি বাবু মিহীর কান্তি নাথ, যুগ্ম সম্পাদক নুরুল মোস্তফা, সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, প্রচার সম্পাদক শহীদুন্নবী, দফতর সম্পাদক তোফায়েল উল্লাহ চৌধুরী নাজমুল প্রমুখ।
সভায় বক্তব্য রাখেন- উত্তর জেলা আওয়ামী লীগ সদস্য নুরুল হুদা, থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ চক্রবর্তী, যুগ্ম সম্পাদক জহির উদ্দিন ইরান ও সাংগঠনিক সম্পাদক মাস্টার এনামূল হক।
এ সময় বক্তারা উপজেলা সন্ত্রাসী কর্মকাণ্ড ও চলমান নাশকতা প্রতিরোধ, জনগণের জানমালের নিরাপত্তা ও এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষার্থীদের নিরাপত্তায় করণীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
নাশকতা প্রতিরোধে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা ও নাশকতাকারীদের প্রশাসনের হাতে তুলে দিতে এ কমিটি বিশেষ ভূমিকা রাখবে।
একইভাবে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা হবে বলেও জানান বক্তারা।
বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫