ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

হরতাল সমর্থনে ইসলামপুরে শিবিরের মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
হরতাল সমর্থনে ইসলামপুরে শিবিরের মিছিল

ঢাকা: হরতাল সমর্থনে রাজধানীর ইসলামপুরে ঝটিকা মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রশিবির।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে মিছিলটি বের করে তারা।

এতে শিবিরের ২৫-৩০ জন কর্মী উপস্থিত ছিলেন।

জবি শিবিরের সভাপতি আব্দুল্লাহ ইবনে হুসাইন জানান,
দেশব্যাপী শিবিরকর্মীদের ওপর দমন-পীড়ন ও গ্রেফতারের প্রতিবাদে রোববার (০৮ ফেব্রুয়ারি) দেশব্যাপী ডাকা হরতাল সফল করতে আমাদের এ মিছিল।

নির্বিচারে নেতাকর্মীদের হত্যা, গুম, গুলি, বাড়িঘর ভাঙচুর, গণগ্রেফতার ও রাষ্ট্রীয় সন্ত্রাসের অভিযোগ তুলে এসব বন্ধের দাবিতে রোববার দেশব্যাপী হরতাল ডাকে জামায়াতের ছাত্রসংগঠনটি।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে শিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারি আতিকুর রহমান এই হরতালের ডাক দেন।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।