ঢাকা: হরতাল সমর্থনে রাজধানীর ইসলামপুরে ঝটিকা মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রশিবির।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে মিছিলটি বের করে তারা।
জবি শিবিরের সভাপতি আব্দুল্লাহ ইবনে হুসাইন জানান,
দেশব্যাপী শিবিরকর্মীদের ওপর দমন-পীড়ন ও গ্রেফতারের প্রতিবাদে রোববার (০৮ ফেব্রুয়ারি) দেশব্যাপী ডাকা হরতাল সফল করতে আমাদের এ মিছিল।
নির্বিচারে নেতাকর্মীদের হত্যা, গুম, গুলি, বাড়িঘর ভাঙচুর, গণগ্রেফতার ও রাষ্ট্রীয় সন্ত্রাসের অভিযোগ তুলে এসব বন্ধের দাবিতে রোববার দেশব্যাপী হরতাল ডাকে জামায়াতের ছাত্রসংগঠনটি।
শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে শিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারি আতিকুর রহমান এই হরতালের ডাক দেন।
বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫