ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

পলাশবাড়ীতে ২ ট্রাকে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
পলাশবাড়ীতে ২ ট্রাকে আগুন ফাইল ফটো

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে ভুট্টা বোঝাই দু’টি ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা।  
 
শনিবার (০৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার মহেশপুর ব্র্যাক মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

 
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ভুট্টা বোঝাই দু’টি ট্রাক রংপুর থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। পথে ব্র্যাক মোড় এলাকায় চালক ও হেলপারকে নামিয়ে দিয়ে ট্রাক দু’টিতে আগুন দেয় অবরোধ সমর্থকরা। এতে ট্রাকের সামনের অংশ (কেবিন) পুড়ে যায়।
 
গাইবান্ধা পুলিশ সুপার (এসপি) আশরাফুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  
 
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।