ঢাকা: দেশব্যাপী চলমান রাজনৈতিক সহিংসতা, পুড়িয়ে মানুষ হত্যা, ত্রাস ও নৈরাজ্যের প্রতিকার দাবি করেছে ‘সহিংসতা প্রতিরোধে জনতা’।
শনিবার (৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।
এসময় উপস্থিত ছিলেন, খুশী কবির, ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া, লেখক আনোয়ার পার্ভেজ, মেঘনা গুহ ঠাকুরতা ও জাহানারা নুরী প্রমুখ।
সংবাদ সম্মেলন থেকে অনতিবিলম্বে হত্যা ও ধ্বংসের অপরাজনীতি বন্ধ করে জন জীবনে নিরাপত্তা নিশ্চিত করে ক্ষতিগ্রস্ত সবাইকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়।
এছাড়া সহিংসতায় জড়িতদের বিচারের মুখোমুখি করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা, খুন, লুণ্ঠন, সম্পদ ধ্বংসের রাজনীতিসহ সব বিচার বর্হির্ভূত হত্যার আইনি বিচার নিশ্চিত, দেশে আইনের শাসনে জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা বজায়, যুদ্ধাপরাধীর বিচার তরান্বিত এবং বিচারের রায় দ্রুত বাস্তবায়ন করার দাবি জানানো হয়।
বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫