নড়াইল: নড়াইলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শিবিরের দুই কর্মীসহ ১৮ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিদের মধ্যে সদর উপজেলার সিংগা গ্রামের সিরাজুল ও ইমরুল ইসলাম নামে দুই শিবির কর্মী রয়েছেন।
নড়াইল পুলিশ কন্ট্রোল রুম সূত্রে থেকে জানা গেছে, নড়াইল সদর থানায় আটজন, লোহাগড়ায় চারজন, কালিয়ায় তিনজন ও নড়াগাতি থানায় তিনজনকে আটক করা হয়েছে।
পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫