ঢাকা: চলমান পরিস্থিতিতে সংলাপ হওয়া নিয়ে সংশয় প্রকাশ করে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলী খান বলেছেন, দেশের বড় দুই রাজনৈতিক দল একে অপরকে নির্মূলে মেতে উঠেছে। এ পরিস্থিতি চলতে থাকলে সংলাপ হবে না বলে মনে করেন তিনি।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) সকালে ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশনে ‘জাতীয় সংকট নিরসনে জাতীয় সংলাপ’ শীর্ষক গোলটেবিলে বৈঠকে তিনি এ কথা বলেন।
জাতীয় ঐক্য প্রক্রিয়ার ব্যানারে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বিশিষ্ট আইনজীবী ড. শাহদীন মালিকের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন আহমেদ।
ড. আকবর আলী খান বলেন, বর্তমানে যে অবস্থা বিরাজ করছে তা থেকে উত্তরণের পথ অবশ্যই খুঁজে বের করতে হবে। এজন্য আগে দু’দলের (আওয়ামী লীগ-বিএনপি) রাজনীতিবিদদের গালিগালাজ বন্ধ করতে হবে।
তিনি বলেন, দুই রাজনীতিক জোট একে অপরের সঙ্গে যে ভাষায় কথা বলছে, তাতে মনে হয় না তারা একসঙ্গে বসতে পারবে। এজন্য তিনি অন্তত এক সপ্তাহ গালিগালাজ বন্ধ রাখার আহ্বান জানান।
বতর্মান পরিস্থিতিতে সুশীল সমাজের ভূমিকা নিয়ে তিনি বলেন, যেভাবে সব পেশার লোকদের মধ্যে দলীয়করণ হচ্ছে তাতে, সুশীল সমাজ বলে কিছু নেই। বতর্মানে সুশীল সমাজ ‘অ-সুশীল’ হয়ে গেছে। এ অবস্থায় সুশীল সমাজ ভূমিকা রাখতে পারবে বলে মনে হয় না।
তিনি আরো বলেন, বতর্মান পরিস্থিতি মোকাবেলায় রাজনীতিবিদরেই ভূমিকা রাখতে হবে। এজন্য তৃণমূল থেকে চাপ সৃষ্টি করতে হবে। এ পরিস্থিতি অবশ্যই বন্ধ করতে হবে। অন্যথায় পরিনতি আরো ভয়ানক হবে।
আরেক সাবেক উপদেষ্টা সিএম সফি সামি বলেন, গণতন্ত্রের সংজ্ঞায় বলা আছে, ভিন্নমতকে গুরুত্ব দিতে হবে। এ পরিস্থিতিতে সংলাপ হতে হবে। তবে তাই বলে দাবি আদায়ের জন্য সহিংসতা কোনোভাবেই রাজনীতি দলের ভাষা হতে পারে না।
তিনি বলেন, বতর্মান রাজনৈতিক পরিবেশ সংকটময়। আজ যারা মারা যাচ্ছেন তারা এ দু’দলেরই অংশ।
বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫