ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

অগণতান্ত্রিক পন্থায় গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
অগণতান্ত্রিক পন্থায় গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না ছবি: রাজিব /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অগণতান্ত্রিক পন্থায় গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না বলে মন্তব্য করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলোনায়তনে ‘সংঘাত নয়-সমঝোতা, সহিংসতা নয়-শান্তি’ শীর্ষক গোল টেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।



ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রাইটস অরগানাইজেশন (এফবিএইচআরও) এ গোল টেবিল আলোচনার আয়োজন করে।

এতে মিজানুর রহমান বলেন, গণতন্ত্র রক্ষার নামে তথাকথিত যে আন্দোলন চলছে তার অশারতা আমাদের চোখে পড়ছে। দেশে আজ রাষ্ট্রবিরোধী গোষ্ঠী ও চক্র দ্বারা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে।

এসএসসি পরীক্ষার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এ’ লেভেল, ‘ও’ লেভেল পরীক্ষার সময় রাজনীতিবিদরা যদি তাদের নিজ নিজ কর্মসূচি থেকে বিরত থাকতে পারেন তাহলে এসএসসি পরীক্ষা চলাকালে কেন হরতাল প্রত্যাহার করা হয়নি?

সন্ত্রাসীদের সঙ্গে কোনো সংলাপ হতে পারে না বলেও মন্তব্য করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।

তিনি বলেন, শক্তি প্রয়োগের সর্বচ্চ ও একমাত্র ক্ষমতা থাকে রাষ্টের ওপর। কিন্তু আজকে রাজনৈতিক আন্দোলনের নামে রাষ্ট্রের শক্তি প্রয়োগের ক্ষমতাকে চ্যালেঞ্জ করা হচ্ছে। রাষ্ট্রের কাঠামোকে চ্যালেঞ্জ করা রাষ্ট্রদ্রোহিতার শামিল ও ফোজদারি অপরাধ। চলমান এ সহিংস আন্দোলন সাধারণ মানুষের বিরুদ্ধে। কিন্তু রাষ্ট্র সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না।

জনগণের নিরাপত্ত নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাঙ্ক্ষিত ভূমিকা পালনে ব্যর্থ হচ্ছে। এক্ষেত্রে তাদের যোগ্যতা ও দক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।

আয়োজক সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট মো. শাহজাহানের সভাপতিত্বে গোল টেবিল আলোচনায় আরো বক্তব্য সাবেক মন্ত্রী ও সেনা প্রধান নূর উদ্দিন খান, সাবেক সংসদ সদস্য গোলাম ম‍াওলা রনি, বিচারপতি আবু কাউসার মো. দাবিরুশ্বানসহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্ট‍া, ফেব্রয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।