ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘আগুন সন্ত্রাসী’ আখ্যা দিয়ে তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, আগুন সন্ত্রাসের নেত্রী খালেদা আগুন দিয়ে মানুষ মারছেন, তার সঙ্গে কোনো রাজনৈতিক সংলাপ করবে না সরকার।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১২টায় রাজধানীর উত্তরার হাউজ বিল্ডিংয়ের রাস্তায় ‘জামায়াত-বিএনপির সন্ত্রাসীদের আগুনে মানুষ হত্যা, সহিংসতা, অন্তর্ঘাত-নাশকতার প্রতিবাদে’ এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
ঢাকা মহানগর উত্তর জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে হাসানুল হক ইনু বলেন, আগুন সন্ত্রাসীদের দিয়ে নির্বিচারে মানুষ হত্যার রাজনীতি করছেন খালেদা। জনগণের জন্য নয়, ক্ষমতার লোভেই তিনি আগুন সন্ত্রাসী কর্মকাণ্ডের পথ বেছে নিয়েছেন। এমন আগুন সন্ত্রাসীর সঙ্গে কোনো রাজনৈতিক সংলাপ হতে পারে না। আগুন সন্ত্রাসের নেত্রীর সঙ্গে কোনো রাজনৈতিক সমঝোতা ও আলোচনায় বসবে না সরকার।
‘খালেদা জিয়া অস্থির ও অমানুষিক আচরণ করছেন’ মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, আন্দোলনের নামে দেশে চোরাগোপ্তা হামলা চালানো হচ্ছে। পেট্রোল বোমা মেরে নিরীহ মানুষদের আগুনে পুড়িয়ে হত্যা করা হচ্ছে। তিনি (খালেদা জিয়া) জনগণের বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করেছেন।
দেশের জনগণ এখন খালেদা জিয়ার বিপক্ষে অবস্থান নিয়েছে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, পরীক্ষার সময়ও তিনি অমানবিক আচরণ করছেন। জনগণ তা সহ্য করবে না।
দেশের মানুষকে এ সমস্যা থেকে বাঁচানোর একটাই পথ খোলা আছে উল্লেখ করে ইনু বলেন, বিএনপি নেত্রী ‘আগুন সন্ত্রাসী’ খালেদা জিয়াকে জনগণের কাছে আত্মসমর্পনে বাধ্য করতে হবে।
তিনি বলেন, খালেদা জিয়া ও তার ‘কুলাঙ্গার পুত্র’ তারেকের দুর্নীতি মামলার রায় বাকি আছে। দেশের জনগণ এ রায় শোনার অপেক্ষায় আছে।
ঢাকা মহানগর জাসদ’র সভাপতি মুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লার সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাইমুল আহসান জুয়েল, শিক্ষা বিষয়ক সম্পাদক মোখলেস উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক জাকিউল হক টিটন, সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইদ্রীস আলী, গাজীপুর জেলা জাসদ’র সাধারণ সম্পাদক জহিরুল হক মন্ডল, ঢাকা মহানগর জাসদ’র সমন্বয়ক মীর হোসেন আক্তার, উত্তরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিব হাসান, যুগ্ম সম্পাদক এস এম মাহবুব আলম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫