ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

গোয়ালন্দে শিবিরকর্মী আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
গোয়ালন্দে শিবিরকর্মী আটক ছবি: প্রতীকী

গোয়ালন্দ (রাজবাড়ী): সরকার বিরোধী লিফলেট বিতরণকালে রাজবাড়ীর গোয়ালন্দে সাহিদুল ইসলাম মণ্ডল (১৯) নামে এক শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।  
 
শনিবার (০৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে তাকে আটক করা হয়।


 
আটক সাহিদুল রাজবাড়ীর পাংশার বাউপাড়া গ্রামের আজিমদ্দিন মণ্ডলের ছেলে।
 
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাসির উল্যাহ বাংলানিউজকে জানান, উপজেলার কাটাখালী বাজারে সকালে সাহিদুল রাষ্ট্র ও সরকার বিরোধী বিভিন্ন লিফলেট বিতরণ করছিলেন।  
 
এ সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সাহিদুলকে আটক করে।  
 
এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল ও কয়েকটি বই ও লিফলেট উদ্ধার করা হয় বলে জানান ওসি।  
 
বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা,  ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।