ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি এনডিএফের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি এনডিএফের ছবি : সায়মন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চলমান রাজনৈতিক সংকট নিরসনে অতিদ্রুত জাতীয় নির্বাচনের সুনিদিষ্ট তারিখ ঘোষণা এবং  চলমান হরতাল–অবরোধ প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানিয়েছে ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ )।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় রাজধানীর পুরানা পল্টনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ দু’টি দাবি তুলে ধরা হয় ।



সংবাদ সম্মেলনে পার্টির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু বলেন, বর্তমান পরিস্থিতিতে সংলাপের  কোনো বিকল্প নেই । তবে আমি মনে করি সংলাপের  মতোই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় অতি দ্রুত জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা। কেননা চলমান সংকটের শুরু সেই ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে। প্রশ্নবিদ্ধ সেই নির্বাচনের কারণেই আজকের এই পরিস্থিতি। তাই দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সরকারকে অতিদ্রুত জাতীয় নির্বাচনের সুনিদিষ্ট তারিখ ঘোষণা করা উচিৎ ।

‘২০ দলীয় জোট ভুল রাজনীতি দ্বারা পরিচালিত হচ্ছে’ উল্লেখ করে তিনি বলেন, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান আন্দোলন এখন আর গণতান্ত্রিক ধারায় নেই। তাদের আন্দোলন সন্ত্রাসে রূপ নিয়েছে। আর তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের সাধারণ মানুষ। দেশের অর্থনীতি। তাই বিএনপিকে এই হরতাল-অবরোধ বন্ধের জন্য আহবান জানাচ্ছি ।

নিলু বলেন,  ২০ দলীয় জোটের নামে যে বিবৃতিগুলো দেওয়া হচ্ছে এটিকে অনেকে বলছেন ওহী নাযিল হচ্ছে। কেন না কোনো প্রকার আলাপ-আলোচনা ছাড়াই বিবৃতিগুলো দেওয়া হচ্ছে।  

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পার্টির মহাসচিব আলমগীর মজুমদার ।

লিখিত বক্তব্যে বর্তমান সংকট থেকে পরিত্রাণের জন্য অতিদ্রুত সব রাজনৈতিক দলকে নিয়ে সংলাপের মাধ্যমে সমঝোতায় উপনীত হওয়ার জন্য ১৪ দলীয় জোট এবং ২০ দলীয় জোট সহ সব দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানানো হয় । সংলাপের আহ্বান জানানো জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও জেএসডির সভাপতি আ.স.ম আব্দুর রবকে ধন্যবাদ জানানো হয় ।

লিখিত বক্তব্যে আরো জানানো হয়, সরকার পক্ষ বা ২০ দলীয় জোটের পক্ষ থেকে সংলাপের আয়োজন করা না হলে এনডিএফ দ্রুততম সময়ের মধ্যে সব রাজনৈতিক দলকে নিয়ে গোলটেবিল বৈঠকের মাধ্যমে সমঝোতায় উপনীত হওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামিক পার্টির চেয়ারম্যান, আব্দুর রশীদ প্রধান, তৃণমূল ন্যাপের চেয়ারম্যান পারভীন নাসের খান ভাসানী,মুসলিম লীগের মহাসচিব আতিকুল ইসলাম,জাতীয় স্বাধীনতা পার্টির মহাসচিব মিজানুর রহমান মিজু সহ এনডিএফের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭,২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।