ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

নাশকতা করে যুদ্ধাপরাধীদের বিচার স্থগিত করা যাবে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
নাশকতা করে যুদ্ধাপরাধীদের বিচার স্থগিত করা যাবে না

খুলনা: বিএনপি-জামায়াত হরতাল-অবরোধের নামে পেট্রোল বোমা মেরে নিরীহ মানুষ হত্যা করছে। এই নাশকতার মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচার স্থগিত করতে চাচ্ছে।

বাংলাদেশকে উগ্রজঙ্গি মৌলবাদী রাষ্ট্রে পরিণত করে এদেশকে আফগানিস্থান বানাতে চাচ্ছে। তাদের সে আশা কোনদিনও পূরণ হবে না। নাশকতা করে যুদ্ধাপরাধীদের বিচার স্থগিত করা যাবে না।

শনিবার (৭ ফেব্রুয়ারি ) দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন খুলনা আ’লীগের সাধারণ সম্পাদক ও ১৪দলের সম্মনয়ক মিজানুর রহমান মিজান এমপি।

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, বিএনপি-জামায়াতের এতো ধ্বংস-যজ্ঞের পরেও বর্তমান সরকারের গত এক বছরে জাতীয় প্রবৃদ্ধির হার পেছনের সব রেকর্ডকে ছাড়িয়ে ৭ শতাংশের কাছে নিয়ে এসেছে। ইতোমধ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভও রেকর্ড পরিমাণ বেড়ে গেছে। শিক্ষা, স্বাস্থ্য অবকাঠামোসহ বিভিন্ন উন্নয়ন খাতে সরকার ব্যাপক উন্নতি অর্জন করতে চলেছে।

মিজান বলেন, শেখ হাসিনার সরকার অবহেলিত দক্ষিণ-পশ্চিম জনপদের উন্নয়নে অতীতের মতো আরো বেশি আন্তরিক। খুলনাসহ এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পদ্মা সেতু নির্মান এখন শুধু সময়ের ব্যাপার।

খুলনার আধুনিক রেলস্টেশনের টেন্ডার ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

বিএনপি-জামায়াতের দেশব্যাপী পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে এবং নাশকতাকারীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার (৮ ফেব্রুয়ারি) মানববন্ধন সফল করার লক্ষ্যে ১৪ দল খুলনা শাখা এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। নগরীর পিকচার প্যালেস মোড়ে দুপুর ৩টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হবে।   

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এমডিএ বাবুল রানা, মহানগর জাসদের সভাপতি রফিকুল ইসলাম খোকন, জেপির কেন্দ্রীয় ভাইস চেয়্যারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন, সোনাডাঙ্গা থানা আ’লীগের সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, সদর থানা আ’লীগের সাধারণ সম্পাদক ফকির সাইফুল ইসলাম প্রম‍ুখ।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।