সাতক্ষীরা: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম বলেছেন, আইএস জঙ্গিরা যেভাবে মানুষ পুড়িয়ে মারছে, বিএনপি-জামায়াতও একই কাজ করছে। তারা তালেবানি স্টাইলে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে যোগ দিতে এসে সাতক্ষীরা সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করার যে অমানবিক কাজ তারা করছে, এটা বন্ধ করতে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য বিদেশি রাষ্ট্রগুলো জোর দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
হানিফ বলেন, বিএনপি-জামায়াত দেশে যা করছে, তা নিছক সন্ত্রাসী কার্যকলাপ। বিদেশি রাষ্ট্র সন্ত্রাসী কার্যকলাপ রুখতে যা যা করে, বাংলাদেশে বর্তমান সরকারও তাই করবে। আইন প্রণয়নের মাধ্যমে সন্ত্রাসীদের রুখে দেওয়া হবে। সাধারণ জনগণ সন্ত্রাসীদের রুখতে প্রশাসনের সহযোগিতা করছে। খুব শিগগিরই সন্ত্রাস দূর হবে।
খালেদা জিয়াকে গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, এটি আইন-শৃঙ্খলা বাহিনী ও আইনি প্রক্রিয়ার বিষয়।
পরে তিনি সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে যোগ দেন।
এ সময় তার সঙ্গে সাবেক খাদ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এসএম কামালসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
দুপুর ২টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত জেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে কাউন্সিল চলছিল।
বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫