সাতক্ষীরা: সাতক্ষীরায় নাশকতার আশঙ্কায় আবদুল হাকিম নামে জামায়াতের এক রোকন ও ১২ কর্মীসহ ৪৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত থেকে রোববার সকাল ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াত নেতা আব্দুল হাকিমের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নে।
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
হরতাল-অবরোধে নাশকতা এড়াতে জেলার বিভিন্ন স্থানে পুলিশের পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন রয়েছে।
বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫