ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

মানুষ হত্যাকারীদের সঙ্গে কোনো সংলাপ নয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
মানুষ হত্যাকারীদের সঙ্গে কোনো সংলাপ নয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মো. নাসিম এমপি / ফাইল ফটো

কুমিল্লা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মো. নাসিম এমপি বলেছেন, খালেদা জিয়া স্বেচ্ছায় বন্দি থেকে সহিংস আন্দোলন করছেন। তিনি একুশে আগস্ট গ্রেনেড হামলাকারীদের, বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যাকারীদের আশ্রয় প্রশয় দিয়েছেন।



তিনি বলেন, এতদসত্ত্বেও প্রধানমন্ত্রী সব কিছু ভুলে খালেদার ছেলের মৃত্যুতে শোক জানাতে গিয়েছিলেন। কিন্তু খালেদার দরজা খোলা হয়নি। প্রধানমন্ত্রী ১০ মিনিট দাঁড়িয়েছিলেন। খালেদার এটা কি ধরনের শিষ্টাচার।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৩টায় কুমিল্লা সার্কিট হাউজে প্রশাসনের উদ্যোগে আয়োজিত প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এর আগে মন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়।

সভায় মন্ত্রী বলেন, ১০ম জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন করে সংলাপের কথা বলেছিলেন। কিন্তু খালেদা জিয়া তাতে রাজি হননি। মানুষ হত্যাকারীদের সঙ্গে কিসের সংলাপ?  তাদের সঙ্গে কোনো সংলাপ হবে না।

২০১৯ সালের আগে কোনো সংসদ নির্বাচন হবে না বলেও মন্তব্য করেন মো. নাসিম।

তিনি বলেন, দেশে কোনো অবরোধ-হরতাল নেই। এটা কোনো আন্দোলন না। মানুষ এসব পালন করে না। বিগত এক মাস ধরে খালেদা জিয়া অবরোধ-হরতালের নামে মানুষ পুড়িয়ে মারছেন।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন-সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, মইন উদ্দিন বাদল এমপি, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লার জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।