বগুড়া: সারাদেশে পেট্রোল বোমায় মানুষ হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) ও হাসপাতালসহ নার্সিং কলেজ।
বেলা সাড়ে ১১ টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের ছিলিমপুর এলাকায় এ মানববন্ধন কর্মসূচি শুরু হয়।
কর্মসূচি চলাকালে শজিমেক কলেজের অধ্যক্ষ ডা.এ.কে.এম.আহসান হাবীব, উপাধ্যক্ষ ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. রেজাউল আলম জুয়েল, হাসপাতালের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান, বিএমএ জেলা শাখার সহ-সভাপতি ডা. জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ ডা. নজরুল ইসলাম বকুলসহ বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ দলীয় চিকিৎসক, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন থেকে দ্রুত এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধের দাবিসহ সন্ত্রাসী ও নাশকতাকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫