ঢাকা: রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুর তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
খিলগাঁও থানায় দায়ের করা পেট্রোল বোমা নিক্ষেপ করে গাড়িতে অগ্নিসংযোগ এবং যাত্রী-চালক হত্যাচেষ্টার মামলায় পাঁচদিনের রিমান্ডে ছিলেন ফালু।
শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালত।
গত ১ ফেব্রুয়ারি রাত পৌনে ৮টার দিকে ফালুকে খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরদিন ২ ফেব্রুয়ারি থেকে আদালতের মাধ্যমে খিলগাঁও থানার মামলায পাঁচদিনের রিমান্ডে নেয় ডিবি।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫